বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
1 min read
1,574 total views, 4 views today
জয়ন্ত কুমার দাস::আজ সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াঁগাও গ্রামে সনাতন ধর্মালম্বীদের উপর হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শান্ত দেব।এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দেব সাধারণ সম্পাদক মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,প্রধান বক্তা ছিলেন অরুণ দেবনাথ সাগর বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিভাবসু গোস্বামী বাপ্পা, মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিদ্যুৎ ভূষন দেব,অপু দেব,যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রকি দেব, প্রচার সম্পাদক সুমন দাস,৮নং ওয়ার্ড সভাপতি আশীষ দে।
এসময় আরো উপস্থিত ছিলেন অভি চন্দ্র দাস, রুপম পাল, শুভ্র সরকার, জয়ন্ত কুমার দাস, সুজন কান্তি দাশ,সৌরভ তরফদার,সৌরভ ঘোষ,রুপক দাশ,শুভ্র জ্যোতি সরকার,অভি রঞ্জন দাস, নির্ঝর চক্রবর্তী সুমন, বিধান কৃষ্ণ রায় সহ আরো অনেকে।বক্তারা তাদের বক্তব্যে শাল্লা উপজেলা নওগাঁ গ্রামের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও সভাপতি জানান সামনের মাসের শুরুতেই হবে মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সম্মেলন । সেখানে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তাই সকলের উপস্থিতি কামনা করেছেন।সভা শেষে প্রতিবাদী স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বন্দরবাজার থেকে কামরান চত্বরে গিয়ে শেষ হয়।