দিরাইয়ের চিতলিয়া গ্রামে ১৫ তম শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ সংকীর্ত্তন
1 min read
4,103 total views, 2 views today
জয়ন্ত কুমার দাস::সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চিতলিয়া গ্রামে শ্রী শ্রী দোল পূর্ণিমা তিথিতে ১৫ তম বারের মত ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। মঙ্গল ঘট স্থাপন ১৩ই চৈত্র ১৪২৭ বাংলা ২৭ শে মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ রোজ শনিবার রাত ৮ ঘটিকা হইতে। পরিবেশনায় রাধারমন দাস বাবাজী জগন্নাথপুর, সুনামগঞ্জ। শুভ অধিবাস ১৩ ই চৈত্র ১৪২৭ বাংলা ২৭ শে মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ রোজ শনিবার রাত ৮ ঘটিকা হইতে। অধিবাস কীর্তন পরিবেশনায় দ্বীজহরি দাস বাবাজী রাধা মদনমোহন সম্প্রদায় বালাগঞ্জ, সিলেট।শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ সংকীর্ত্তন অনুষ্ঠান ১৪ ও ১৫ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ২৮ ও ২৯শে মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ রোজ রবি ও সোমবার ২ দিন ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠান।মহাপ্রসাদ বিতরণ প্রতিদিন ২:৩০ মিনিটে।১ম দিনের প্রসাদ আয়োজনে বিজন কানন দাস(তহশীলদার),
চিতলিয়া।পূর্ণকীর্তন পরিবেশনায় দ্বীজহরি দাস বাবাজী।১৬ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ৩০শে মার্চ ২০২১ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার অরোণদয়ে হরিনাম সংকীর্ত্তন সমাপন,দধিভান্ড ভঞ্জন ও হরিলুট বিতরণ।
নামসুধা পরিবেশনায়:রাই রসরাজ সম্প্রদায় গোপালগঞ্জ, অর্চনা সম্প্রদায় সুনামগঞ্জ,আদি শ্রী নাম সংঘ সম্প্রদায় জামালগঞ্জ, কৃষ্ণ পাগল সম্প্রদায় নেত্রকোনা,রাধা রানী সম্প্রদায় খুলনা এবং শ্রী শ্রী জগৎমোহন সম্প্রদায় শার্শা, সুনামগঞ্জ। অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চিতলিয়া মন্দির মাঠ,দিরাই, সুনামগঞ্জ।এতে চিতলিয়া গ্রামের ভক্ত বৃন্দ সবাইকে নিয়ন্ত্রন জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃপা লাভের জন্য।তবে এই বছর সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনেই সকল কার্যক্রম সম্পন্ন করা হবে ।সকল ভক্তবৃন্দকে মাস্ক পরিধান করে অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি