Sat. Dec 14th, 2019

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

দ্যা মালাউন্স….(আশীষ দে’র কবিতা)

1 min read

দ্যা মালাউন্স
আশীষ দে

এই পৃথিবীতে এক দেশ আছে
সবচেয়ে অপরুপ করুণ;
সেই দেশে “পৃথিবীর অভিশপ্ত” জীবনের বাস
দ্যা মালাউন্স।

সেই দেশে নির্বাচনের জয় পরাজয়
মালউনের ঘর-বাড়ী জ্বেলে-লুট করে;
উদযাপিত হয়।

সেই দেশে যুদ্ধপরাধীর বিচারের রায়
কার্যকর হলে- ক্ষোভে ;
হিন্দুর ঘর-বাড়ী পুড়ায়।

সেই দেশে-ফেসবুকে ভুয়া আইডির করা শেয়ারে
ট্রাক ভরে লোক এসে-লুট করে,আগুন দেয়
শত শত হিন্দুর বসতঘরে।

সেই দেশে মালাউন থেকে গেলে ভোট
চলে গেলে পাকিস্তানি আইনে সম্পত্তির হাতছানি;
আহ! ভাতৃত্ব অটুট!
হায় ভোট!

মানবতাবাদীদের সেই দেশে;
মানুষ তো তারাই- যারা পুড়াতে পেটাতে জানে
অহিংসা পরম ধর্ম এই বাণী মেনে
মানুষ নও তুমি মালাউন-ই বটে।

সিলেট টেলিগ্রাফ, স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট, ফোন :০১৭১২-৬৫০১৫৬ | Newsphere by AF themes.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Copy Protected by Chetan's WP-Copyprotect.