শাল্লার নয়াগাঁও হামলার প্রতিবাদে সাতপাড়া বাজারে হিন্দু মসুলমানের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
1 min read
4,471 total views, 2 views today
শাল্লা প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লা নয়াগাঁও হামলার প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাল্লার সাতপাড়া বাজারে হিন্দু মসুলমানের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা রনি চৌধুরী, উত্তম কুমার দাশ, মুজিবুর রহমান, চন্দন সরকার, রন সরকার, এড খোরশেদ আলম, মামুন আল কাওসার, গোপাল দাশ,সুকান্ত সরকার, সেবক সরকার রাজা
এসময় উপস্থিত ছিলেন মোঃ গনি মিয়া, রিংকু চৌধুরী , রঞ্জু চৌধুরী ,সুধীর দাশ, নিবাস সরকার, নরেন্দ্র সরকার,ছাত্রলীগ নেতা সোহাগ পাটোয়ারী,বাবলু আহমদ,হ্নদয়,ভজন,ছোটন সহ ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ।