Sun. Dec 5th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

বদর উদ্দিন কামরানের মৃত্যুবার্ষিকীতে ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের স্মরণসভা

1 min read

 6,881 total views,  2 views today

জয়ন্ত কুমার দাস::বৃহত্তর সিলেটের সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনন্দিত মেয়র প্রয়াত জাতীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরান এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে ১৪ জুন সোমবার সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইব্রাহিম স্মৃতি সংসদের কার্যালয়ে বিকাল ৩ ঘটিকার সময় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অমর চন্দ্র দাস ও ১৪ নং ওয়ার্ডের সদস্য সচিব জয়ন্ত কুমার দাসের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. বিজয় কুমার দেব বুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন ধারার সভাপতি আব্দুল মুমিন লাহিন,সদস্য সৈয়দ হুরুজ্জামান, ক্লাবের কেন্দ্রীয় সদস্য রঞ্জন দাস, সিলেট জেলার আহ্বায়ক রক্তিম রায়, সদস্য জুবায়ের শেখ, সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম, শুভ্র কান্তি পাল,কোম্পানিগঞ্জ উপজেলার আহ্বায়ক মিশু দাস,সদস্য সচিব সবুজ শর্মা, ১৪নং ওয়ার্ডের আহ্বায়ক পার্থিব দেব পার্থ, মদন মোহন কলেজের সদস্য সচিব তন্ময় দেব, সদস্য আলী আহমদ, বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব শাকেল মিয়া, কোতোয়ালি থানার সদস্য সচিব মনোরাজ পাল বাপ্পা, সদস্য বিশাল পাল, ১০ নং ওয়ার্ডের সদস্য সচিব আজিজ আহমেদ, শাওন আহমেদ, সাংবাদিক জনি শর্মা, প্রমুখ।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.