Fri. Jun 18th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন লস্কর ময়নার শেষ শ্রদ্ধা সম্পন্ন

1 min read

 1,030 total views,  2 views today

জয়ন্ত কুমার দাস::যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাট্যকার, নির্দেশক, অনুবাদক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন প্রধান পরিচালক ও সুরমাপারের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই।

রবিবার রাত ৯টায় মহানগরীর বিলপাড়ে নিজের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। প্রথমেই প্রদান করা হয় রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অর্নার। এছাড়াও সেখানে সিলেটের সকল সাহিত্য, সংস্কৃতি ও গনমাধ্যমে কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও গভীর শোক প্রকাশ করা হয়‌ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় । দুপুর সাড়ে ১২টায় নিয়ে যাওয়া হয়
হযরত শাহজালাল (র) দরগা মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে সমাহিত করা হবে।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.