মাধবপুরে মাই টিভি প্রতিনিধিকে হুমকির ঘটনায় মানববন্ধন
1 min read
2,892 total views, 2 views today
স্টাফ রিপোর্টার::হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাই টিভি ও দৈনিক ভোরের কাগজ এর মাধবপুর প্রতিনিধি রাজীব দেব রায় রাজু’কে ফেইজবুকে হুমকির ঘটনায় মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসানের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালিম, আরটিভি প্রতিনিধি রুবেল আহামেদ, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহামেদ, সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, সাবেক আহ্বায়ক মোঃ আইয়ুব খান , সহ সভাপতি হীরেশ ভট্রাচার্য, আবুল খায়ের, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, মোঃ অলিদ মিয়া, সাংবাদিক আলমগীর কবির , বিকাশ বীর, সৈয়দ শাহরুল সুমন, রাখাল দে, বিপ্লব আচার্যী সুজন, দুলাল সিদ্দিকী, তোফাজ্জল হোসেন বাবু, জুলহাস উদ্দিন রিংকু, নাহিদ হাসান, শেখ জাহান রনি, আনিসুর রহমান মুক্তার, সহ অনেকেই। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা হুমকি দাতাকে খোঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।