শাল্লার ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের নিন্দা
1 min read
4,068 total views, 2 views today
শাল্লার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ।
আজ রবিবার সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পক্ষে প্রধান উপদেষ্টা তোফায়েল চৌধুরী,আহবায়ক-রুহেল চৌধুরী ও সদস্য সচিব সুব্রত তালুকদার কর্তৃক প্রেরিত এক বার্তায় এই নারকীয় হামলার তীব্র প্রতিবাদ,নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বার্তায় আরো উল্লেখ করা হয়-
বাংলাদেশে আবহমানকাল থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে বসবাস করে আসছে। এটি বাঙালির সংস্কৃতি এটিই বাঙালির গৌরব। বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বারবার আঘাত এসেছে এবং সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার ব্যর্থ হয়েছে।জয় হয়েছে মানবতার,জয় হয়েছে বাঙালির। সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী শাল্লার নোয়াগাঁও নামক একটি হিন্দু গ্রামে বসতবাড়িতে নারকীয় হামলা ও লুটপাট করেছে, যা দিরাই-শাল্লার মানুষের বিশ্বাসের উপর আঘাত করেছে। দিরাই-শাল্লার পবিত্র মাটিতে যারা সাম্প্রদায়িক হামলা করেছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দিরাই-শাল্লার মাটিতে সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান কোন দিন ছিল না আজও হবে না। মনে রাখা উচিত দিরাই-শাল্লার প্রতিটি মানুষ সুরঞ্জিত সেনগুপ্তের আপনজন। বঙ্গবন্ধুর বাংলাদেশে সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই-শাল্লার ভাবমূর্তি সবসময় উজ্জ্বল করেছেন। সুতরাং দিরাই-শাল্লার মাটিতে কোন নৈরাজ্যের স্থান হবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বার্তায় আরো উল্লেখ করা হয় ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে অনেক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান চলছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরিশেষে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নের দিরাই-শাল্লায় চিরকালের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য সবার প্রতি বিনীত প্রার্থনা করে।
(বিজ্ঞপ্তি)