Sun. Oct 17th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

ইনোভেটর বই বিনিময় উৎসব’ শনিবার

1 min read

 2,737 total views,  2 views today

জয়ন্ত কুমার দাস::সিলেটে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ইনোভেটর বই বিনিময় উৎসব’। ব্যতিক্রমী এ আয়োজন করেছে বইপড়ুয়াদের সংগঠন ইনোভেটর। আগামী ৬ মার্চ, শনিবার দুপুর ২ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। বই বিনিময় উৎসবে যে কেউ একটি বই দিয়ে নিজের পছন্দের একটি বই নিতে পারবেন। আয়োজকদের পক্ষে ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানিয়েছেন, পড়া শেষ করে অনেকেই সেলফে বইটি ফেলে রেখে দেন, এই বইটিই আবার আরেকজনের কাঙ্ক্ষিত হতে পারে। বই বিনিময় উৎসবের মাধ্যমে উভয় শ্রেণির পাঠকই পড়ার সুযোগ পাবেন। তাছাড়া নানা বিষয় বৈচিত্রের বইয়ের সাথে পরিচিত হওয়ারও একটি সুযোগ তৈরি করে দেবে এ আয়োজন। তারা জানান, বই বিনিময়ের মাধ্যমে আসলে জ্ঞান – প্রজ্ঞার বিনিময়ই হয়। বইয়ে যে আলো থাকে তা বিলিয়ে দেয়ার মধ্যেই আনন্দ।

আয়োজক সুত্রে জানা গেছে, সব বয়সী পাঠকের জন্য এ উৎসব উন্মুক্ত। সৃজনশীল যেকোনো ধরনের বই, ম্যাগাজিন নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়া যাবে।

বই বিনিময় উৎসবকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ইনোভেটর এর পক্ষ থেকে।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.