Tue. Aug 3rd, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

১৪তম দিনে শাবিপ্রবির সাবেক ছাত্রলীগের ত্রাণ বিতরণ অব্যাহত

1 min read

 1,055 total views,  4 views today

 

শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের উদ্যোগে এ মাসের শুরু থেকেই করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত সিলেটের নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার ১৪তম দিনেও

টুকেরবাজার,ভার্সিটি গেইট, করেরপাড়া,পনিটুলাসহ অন্যান্য এলাকার ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী(চা,পান-সিগারেট, সবজি,বাদাম প্রভৃতি ব্যবসায়ী) রিক্সা-ভ্যান-টমটম-ঠেলাগাড়ি-সিএনজি চালক,হোটেল- দোকান-ওয়াক সর্প-এর কর্মচারী,গৃহকর্মী, ভিক্ষুক, দিনমজুর, বিধবা/স্বামী পরিত্যক্তা  ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে আজকে বিতরণকৃত উপহার সামগ্রীতে ছোলা ও খেজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্যাদিও উপহার সামগ্রীর সাথে সংযুক্ত করা হয়েছে।

শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের গৃহীত এই উদ্যোগে ইতোমধ্যে সাবেকদের পাশাপাশি বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা, সাস্টিয়ান ও নন-সাস্টিয়ান সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং দেশি-বিদেশি সুহৃৃদরা এগিয়ে এসেছেন। করোনাভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত আয়োজকরা এই কার্যক্রম চালিয়ে যেতে চান। সেজন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অসহায় আহ্বান জানান।

এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.