Thu. Dec 9th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

ধর্মপাশার দুই গ্রামে ঈদ উদযাপন

1 min read

 1,927 total views,  2 views today

সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশায় সৌদি আরবের সাথে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা ঈদুল ফিতর উদযাপন করছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়ার জুলহাস মিয়ার বাড়িতে ও দশধরী গ্রামে খেলাফতপ্রাপ্ত খলিফা মোহাম্মদ একলাছ মিয়ার বাড়িতে পৃথক পৃথকভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এতে সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা জানান, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মপাশায় সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উদযাপন করে আসছেন।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.