Thu. Dec 9th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের মহিলা বিষয়ক সিলেট জেলা ও মহানগর কমিটি গঠন

1 min read

 1,736 total views,  2 views today

সিলেট ::বৃহত্তর সিলেটের সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার ক্লাব এর একযুগ(১২ বৎসর) পূর্তি উৎসব-২০২১ ইং উপলক্ষ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলা ও মহানগরের সকল উপজেলা,ইউনিয়ন,থানা,ওয়ার্ড,

কলেজ কমিটি গঠনের পাশাপাশি (২৬ জানুয়ারী) রোজ মঙ্গলবার
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা রকি দেব ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অমর চন্দ্র দাস কতৃর্ক নিমোক্ত মহিলা বিষয়ক সিলেট জেলা ও মহানগর কমিটি অনুমোদিত হয়।

সিলেট জেলা কমিটি-আহ্বায়কঃ অন্তরা দেব, যুগ্ম আহবায়ক -তৃষা দাস,সদস্য সচিব – পুস্পিতা সরকার পূজা, সদস্য -প্রিয়াংকা দেব পূজা,ঐশী চক্রবর্তী,পুষ্পা ঘোষ,এনি দাস।

সিলেট মহানগর কমিটি-আহ্বায়কঃ জুঁই তালুকদার,যুগ্ম আহবায়ক -সামিয়া ইসলাম (অপি),সদস্য সচিব – রুমকি চন্দ রিয়া,সদস্য -প্রিয়া দাস,আঁখি আচার্য্য,আশা কর,অহনা নাগ প্রমুখ।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.