Sun. Oct 17th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

ভিডিও কলে রোটারী ক্লাব সিলেট রাইজিং স্টারের ক্লাব মিটিং অনুষ্ঠিত

1 min read

 2,103 total views,  2 views today

ভিডিও কলের মাধ্যমে রোটারী ক্লাব অব সিলেট রাইজিং স্টারের সাপ্তাহিক ক্লাব মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সচতেনতায় ক্লাবের প্রত্যেক সদস্য নিজেদের ঘরে থেকে এ ভিডিওকলে অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার রাত ১০টায় উক্ত ভিডিওকল মিটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় করোনার কারণে অসহায় মানুষের জন্য একটি ফান্ড গঠন করা হয়।

ভিডিও কলে রোটারিয়ানরা বলেন, করোনা ভাইরাসের আতংকে আয় ও শ্রমজীবি মানুষদের গৃহবন্দী হতে হয়েছে। যারা অসহায় ও দিনমজুর তারা আজ চরম দুর্ভোগে রয়েছে। এই দুর্ভাগ্যের সময় যাদের নিত্য প্রয়োজনীয় পন্য কেনার সামর্থ্য নেই তাদের জন্য রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার এগিয়ে আসবে।
ভিডিও কলে অংশ গ্রহণ করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সালেহ ইয়াহইয়া, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইউনুস আলী, রোটারিয়ান খোকন আক্তার, ফটোগ্রাফার রোটারিয়ান নাদিম নেওয়াজ আহমেদ, রোটারিয়ান বিধান কুমার বৈদ্য, রোটারিয়ান সুহেল আহমদ, রোটারিয়ান ড. আওলাদ, রোটারিয়ান সোহেল মিয়া, রোটারিয়ান মোসাদ্দেক সেজুল, রোটারিয়ান নাজিম উদ্দিন, রোটারিয়ান ফাতেহা শিরিন প্রমুখ।
তারা ভিডিও কলে আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী নিজ নিজ গৃহে অবস্থান করুন, সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করুন। সবার সচেতনতায় করোনো ভাইরাস রোধ করা সম্ভব। করোনা আতংকে গৃহবন্দী নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের দূর্ভোগ দূর করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সমন্বিত উদ্যোগই পারে জাতিকে এই দূর্যোগে রক্ষা করতে।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.