Sun. Oct 17th, 2021

সিলেট টেলিগ্রাফ

সত্য প্রকাশে অবিচল

সিলেটের প্রাণ কামরান স্মরণে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ প্রার্থনা

1 min read

 2,082 total views,  2 views today

নিজস্ব প্রতিবেদক::সিলেট মহানগর আওয়ামী লীগ ঘোষিত শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রদ্ধেয় নেতা প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান স্মরণে ও তাঁর আত্মার শান্তি কামনায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে বৃহঃস্পতিবার (১৮.০৬.২০) সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর মির্জাজাঙ্গালস্হ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার মন্দির ও আশ্রমে সিলেট বিভাগীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্টাষ্টের সাবেক ট্রাষ্টি ও মহানগর আওয়ামীলীগ নেতা চন্দন রায় এর সভাপতিত্বে এবং ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রকি দেব এর পরিচালনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক সিলেটবাসীর প্রাণ কামরান, স্মরণে উক্ত প্রার্থনায় উপস্হিত ছিলেন ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দও (সন্তু), মিহির দেব, মন্দির পরিচালনা কমিটির সদস্য সুষেন দে, অমরেন্দ্র দেব, বিশলয় দাস, বনবিহারী সেন।

স্হানীয় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন টিপু দও পুরকায়স্থ, এমন কুমার দাস,চন্দন গোপ,বিশ্ব কান্তি পাল,জয়দেব বিশ্বাস, হৃদয় ঘোষ, প্রীতম চক্রবর্তী, সৌরভ তরফদার, টিটন পাল প্রমুখ।

Ad
সম্পাদক : যীশু আচার্য্য II স্বপ্নীল ৬৪ মির্জাজাঙ্গাল, সিলেট II ফোন: ০১৭১৯-৭৩৩৫৪৯ | Newsphere by AF themes.
Copy Protected by Chetan's WP-Copyprotect.